Tuesday, May 28, 2019

নুসরাত হত্যায় ১৬ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে পিবিআই

মঙ্গলবার (২৮ মে) সকালে রাজধানীর ধানমণ্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। তিনি জানান, অভিযুক্ত ১৬ জনের মধ্যে ১২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, অভিযুক্ত সিরাজউদ্দৌলা ঘটনার সময় জেলে ছিলেন। তিনি রাফিকে যৌন নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তা তিনি স্বীকার করেছেন।


তিনি বলেন, অভিযুক্ত অন্যান্যদের তিনি নির্দেশ দেন যাতে রাফিকে চাপ দেয়া হয় তাকে অভিযোগ থেকে রেহাই দেয়ার জন্য। যদি সে না মানে তবে তাকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেন তিনি।

No comments:

Post a Comment