Tuesday, May 28, 2019

ইরানের পক্ষে চীন-তুরস্ক, মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক জ্বালানির বাজারে চরম অস্থিতিশীলতা তৈরি করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে চীন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং সুয়াং এক ব্রিফিংয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা বাস্তবায়নের জোরালো বিরোধিতা করছে চীন।

অন্যদিকে তেহরানের তেল ক্রেতাদের দেয়া ছাড় বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প তা তুরস্ক মানবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সিকে তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে আমরা কীভাবে সম্পর্ক স্থাপন করব, সে বিষয়ে একতরফা নিষেধাজ্ঞা ও অবাঞ্ছিত হস্তক্ষেপ আমরা সহ্য করব না।

মার্কিন হস্তক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নষ্ট হতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন মেভলুত কাভুসগলু।

No comments:

Post a Comment