Thursday, June 27, 2019

অতিরিক্ত রক্তক্ষরণে রিফাতের মৃত্যু

অতিরিক্ত রক্তক্ষরণে বরগুনার রিফাত শরিফের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাদন্তকারী দলের প্রধান জামিল হোসেন। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের লাশের ময়নাতদন্ত শেষে এ তথ্য জানান তিনি।



তিনি বলেন, রিফাতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে গলা, মাথা ও বুকের তিনটি আঘাত ছিল গুরুতর। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্ত শেষে বেলা সোয়া ১টার দিকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

এর আগে বুধবার বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Tuesday, May 28, 2019

Bangladesh Handloom Board Job Circular

BHB Means Bangladesh Handloom Board in our Country. People are searching for join govt jobs Car Driving post in Bangladesh. If you are able to Drive Car this jobs is only for you. Lets take a look below for the New job vacancy at www bhb gov bd
Application Published Date : ..
Organisation: Bangladesh Handloom Board
Job Type : Governments Jobs
Age Limit For Jobs: 18 to 30 Years
Number of Job Vacancies : ..
Post Details: See The Circular
Official website : www.bhb.gov.bd
Application Fee : See The Circular
Educational Qualification: See The Circular
Source : Prothom-alo Jobs
Salary : See The Circular
Job Nature: Full-time
Online Application Closing Date:  ..
For more information see below this original circular

স্ত্রীর কাটা মাথা ব্যাগে ভরে থানায় যুবক

ভারতীয় গণমাধ্যমের খবর, ভোরবেলায় হঠাৎই এক যুবক ভারতের পাথরপ্রতিমা থানায় ঢুকে পড়েন। এরপর অভিজিৎ দাস নামে ওই যুবক আত্মসমর্পণ করে জানান, তিনি তার স্ত্রীর গলা কেটে খুন করেছে, এমনকী পিঠে থাকা স্কুল ব্যাগ থেকে কাটা মাথা বের করে তা দেখান পুলিশ অফিসারকে। পাশাপাশি বলেন তাকে যেন গ্রেফতার করা হয়। আচমকা এমন ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক কর্তব্যরত পুলিশ সদস্যরা।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, ওই দম্পতির ৩ বছরের একটি মেয়ে রয়েছে। ঘটনা জানাজানি হতেই মৃতদেহর কাছে পৌঁছায় পুলিশ। দেখা যায় ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে নারীর দেহ। যুবককে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিণতি, কেন এমন নির্মমভাবে খুন করা হল ওই নারীকে তা এখনও জানা যায়নি।

উত্তর কোরিয়া নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প

ক্ষেপণাস্ত্র পরীক্ষা সত্ত্বেও উত্তর কোরিয়ার ওপর আস্থা রাখার একদিন পর সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টোকিওতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভ্রাতৃত্বের লক্ষণ নয়। আনুষ্ঠানিক বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্ক তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জবাবে তাকে 'যুদ্ধবাজ' নেতা আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া।

চলতি মাসের শুরুর দিকে দু'টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ২০১৮ সালের জুনে সিঙ্গাপুর ও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এটাই ছিল উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা স্থবির হয়ে যাওয়ার পরও দেশটির শীর্ষ নেতা কিম জং উনের প্রতি আস্থাশীল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক টু্ইট বার্তায় জাপান সফররত ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া ছোট অস্ত্র উৎক্ষেপণ করেছে। যা নিয়ে মোটেও তিনি উদ্বিগ্ন নন। কিম জং উন প্রতিশ্রুতি রক্ষা করবেন বলেও ভরসা রয়েছে তার। টুইট বার্তার একদিন পরই তার ওই বক্তব্য থেকে কিছুটা সরে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেয়ে উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়েনর দিকে কিম জং উনের মনোযোগ দেয়া উচিত। এসময় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে বোকা ও নির্বোধ আখ্যা দেয়ায় উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে একমত পোষণ করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি ব্যক্তিগত ভাবে মনে করি, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক বিরাজ করছে। এই সম্পর্ক আরো জোরদার করতে চাই। কিম জং উনের সঙ্গে বৈঠকের পর উত্তর কোরিয়া সব ধরনের রকেট এবং পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ রেখেছে। এটা দুই দেশের প্রতি পারস্পারিক শ্রদ্ধাবোধ থেকেই হয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোনো সম্পর্কোন্নয়নের কাজ নয়।'

ট্রাম্পের জাপান সফরের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ওয়াশিংটন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, এ ধরনের তৎপরতার মাধ্যমে উত্তর কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইন ভঙ্গ করেছে, তাতে কোনো সন্দেহ নেই। বোল্টনের এ মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। এক বিবৃতিতে বোল্টনকে 'যুদ্ধবাজ' নেতা আখ্যা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নির্বোধের মত বক্তব্য কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়।

এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়ায় প্রতিনিধি দল পাঠিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কে.সি.এন-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করলেও কি উদ্দেশে তারা মস্কো সফর করছে তা জানা যায়নি।

বৈঠকে বসবে কংগ্রেস

দলের সভাপতির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী চার দিনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে ভারতের বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নীতিনির্ধারণী কমিটি। সোমবার (২৭ মে) নিজস্ব সূত্রের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে জানানো হয়, ১৭তম লোকসভা নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের পর দলের সভাপতির পদ থেকে পদত্যাগের কথা জানান রাহুল গান্ধী। তার ঐ সিদ্ধান্তে অনড় থাকায় এ বৈঠকে বসতে যাচ্ছে শীর্ষ নীতিনির্ধারণী কমিটি।

সভায় বিকল্প কারও নাম নিয়ে আলোচনা হতে পারে বলেও জানানো হয়। তবে ঠিক কবে বৈঠকটি হতে পারে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ইরানের পক্ষে চীন-তুরস্ক, মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক জ্বালানির বাজারে চরম অস্থিতিশীলতা তৈরি করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে চীন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং সুয়াং এক ব্রিফিংয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা বাস্তবায়নের জোরালো বিরোধিতা করছে চীন।

অন্যদিকে তেহরানের তেল ক্রেতাদের দেয়া ছাড় বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প তা তুরস্ক মানবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সিকে তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে আমরা কীভাবে সম্পর্ক স্থাপন করব, সে বিষয়ে একতরফা নিষেধাজ্ঞা ও অবাঞ্ছিত হস্তক্ষেপ আমরা সহ্য করব না।

মার্কিন হস্তক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নষ্ট হতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন মেভলুত কাভুসগলু।

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

সোমবার রাতে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান। এসময় রাষ্ট্রপতি ও সরকার প্রধান ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া সাক্ষাতে প্রধানমন্ত্রী তার আসন্ন জাপান ও সৌদি আরব সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

নুসরাত হত্যায় ১৬ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে পিবিআই

মঙ্গলবার (২৮ মে) সকালে রাজধানীর ধানমণ্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। তিনি জানান, অভিযুক্ত ১৬ জনের মধ্যে ১২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, অভিযুক্ত সিরাজউদ্দৌলা ঘটনার সময় জেলে ছিলেন। তিনি রাফিকে যৌন নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তা তিনি স্বীকার করেছেন।


তিনি বলেন, অভিযুক্ত অন্যান্যদের তিনি নির্দেশ দেন যাতে রাফিকে চাপ দেয়া হয় তাকে অভিযোগ থেকে রেহাই দেয়ার জন্য। যদি সে না মানে তবে তাকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেন তিনি।

ভারতের বিপক্ষে টস জিতলেন মাশরাফি

কার্ডিফের সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে কিউইদের বিপক্ষে ৬ উইকেটের পরাজয়ের স্বাদ পেয়েছিল ভারত।
    
পক্ষান্তরে, বৃষ্টি বাধায় পাকিস্তানের বিপক্ষে ভেস্তে যায় বাংলাদেশের প্রথম ম্যাচটি। আজ তাই উভয় দলের লক্ষ্যই থাকবে ছন্দ নিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করার।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী।
    
ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, কূলদ্বীপ যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, যুযবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি।

হালদায় প্রত্যাশা অনুযায়ী ডিম পায়নি জেলেরা

অনুকূল পরিবেশ, যথাসময়ে বৃষ্টি না হওয়া, উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে হালদার দুই পাড়ে বেড়ি বাঁধ ও ব্লক নির্মাণের কারণে এবার মা মাছ কম ডিম ছেড়েছে বলে মত হালদা বিশেষজ্ঞ ও মৎস্য কর্মকর্তাদের। তবে আশানুরূপ ডিম সংগ্রহের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার।

নিয়মানুযায়ী বর্ষাকাল শুরু হওয়ার আগে ডিম ছাড়তে হালদা নদীতে আসে রুই জাতীয় মা মাছ। মৌসুমি বৃষ্টিপাতের পর পাহাড়ি ঢলের পানি নদীতে এলে ডিম ছাড়ে তারা।

গত বছর হালদা নদী থেকে ডিম সংগ্রহ করা হয়েছিল ২২ হাজার ৬'শ ৮০ কেজি। এবার  বিভিন্ন পয়েন্ট থেকে জেলেরা মাত্র ৭ হাজার কেজি ডিম সংগ্রহ করতে সমর্থ হয়। নির্ধারিত সময়ে ভারি বর্ষণ না হওয়ার পাশাপাশি হালদা নদীর দুই পাশে বেড়ি বাঁধ নির্মাণসহ নদীতে ব্লক ফেলার কারণে এবার মা মাছ ডিম কম ছেড়েছে বলে অভিমত হালদা বিশেষজ্ঞ ও মৎস্য কর্মকর্তা অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া।

চট্টগ্রাম হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল আলম বলেন, 'ব্লক ফেলার কারণে জেলেরা ব্লকের ওপাশে জাল বা নোঙ্গর ফেলতে পারিনি।'

তবে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের দাবি, আশানুরূপ ডিম সংগ্রহ হয়েছে। তিনি বলেন, 'গত বছরের তুলনায় এবার ডিম সংগ্রহ কম হলেও গত ১০ বছরের সঙ্গে তুলনা করলে আশাব্যঞ্জক বলবো।'



অন্যদিকে নদী থেকে সংগৃহীত ডিম বিভিন্ন হ্যাচারিতে রেনু ফোটানোর কাজে ব্যস্ত সময় পার করছেন ডিম আহরণকারীরা।

২০১৭ সালে ১ হাজার ৬'শ ৮০ কেজি ও ২০১৬ সালে মাত্র ৭'শ ৩৫ কেজি ডিম সংগৃহীত হয়।

Sunday, May 26, 2019

রমজানে ইনকামটা একটু কম করলে কী হয়?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সৎভাবে, পরিচ্ছন্নভাবে বিআরটিসিকে পরিচালনা করলে জনগণের সামনে সুনাম অক্ষুণ্ন থাকবে। এখন বিআরটিসির সেই সুনাম নেই। এবার আগের বিআরটিসির বাসগুলোর সঙ্গে নতুন ২৫৩টি বাস যুক্ত হওয়ায় আপনারা নতুন শপথ করুন, বিআরটিসিকে আকর্ষণীয় করতে হবে।’
আজ রোববার দুপুরে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) কার্যালয়ে এক মতিবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সড়কপথে স্বস্তিদায়ক যাত্রার নিশ্চয়তা দিতে পারব, এমন একটি অবস্থানে আমরা পৌঁছেছি। এবারের ঈদে নতুন-পুরোনো মিলিয়ে ১ হাজার ১৪২টি বাস চলাচল করবে। পুরোনো ৮৮৯টি বাসের সঙ্গে ২৫৩টি বাস নতুন করে যুক্ত হয়েছে। ঈদের সময় গণপরিবহনের সংকট নিরসনে বিআরটিসি সহায়ক ভূমিকা পালন করবে।’
বিআরটিসির কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসি দেউলিয়া হলে আপনারা এখানে যারা আছেন, তাঁরাও দেউলিয়া হবেন। রমজান মাস সংযমের মাস, এই মাসে ইনকামটা একটু কম করলে কী হয়? বিআরটিসি যেন সুনামের ধারায় ফিরে আসে, সেদিক বিবেচনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করুন।’
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, টঙ্গী-গাজীপুরের সড়কের যানজট নিরসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘কাঁচপুর-মেঘনা-গোমতী সেতু খুলে দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট থাকবে না। উত্তরবঙ্গগামী টাঙ্গাইল সড়কের দুটি ফ্লাইওভার ও চারটি আন্ডারপাস খুলে দেওয়ায় যানজট না থাকলেও টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত রাস্তায় কিছুটা সমস্যা হতে পারে। এ সমস্যা নিরসনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি করেছি। যেখানে সদস্য হিসেবে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিআরটিএ কর্মকর্তা ও রুট ট্রানজিটের প্রকল্প পরিচালক রয়েছেন। আশা করি, এ কমিটি যানজট নিরসন করতে পারবে। এ ছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত সড়কে ৩০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।’