ময়নাতদন্ত শেষে বেলা সোয়া ১টার দিকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে বুধবার বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ক্ষেপণাস্ত্র পরীক্ষা সত্ত্বেও উত্তর কোরিয়ার ওপর আস্থা রাখার একদিন পর সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টোকিওতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভ্রাতৃত্বের লক্ষণ নয়। আনুষ্ঠানিক বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্ক তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জবাবে তাকে 'যুদ্ধবাজ' নেতা আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া।