অতিরিক্ত রক্তক্ষরণে বরগুনার রিফাত শরিফের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাদন্তকারী দলের প্রধান জামিল হোসেন। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের লাশের ময়নাতদন্ত শেষে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, রিফাতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে গলা, মাথা ও বুকের তিনটি আঘাত ছিল গুরুতর। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।ময়নাতদন্ত শেষে বেলা সোয়া ১টার দিকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।