Tuesday, May 28, 2019

নুসরাত হত্যায় ১৬ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে পিবিআই

মঙ্গলবার (২৮ মে) সকালে রাজধানীর ধানমণ্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। তিনি জানান, অভিযুক্ত ১৬ জনের মধ্যে ১২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, অভিযুক্ত সিরাজউদ্দৌলা ঘটনার সময় জেলে ছিলেন। তিনি রাফিকে যৌন নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তা তিনি স্বীকার করেছেন।


তিনি বলেন, অভিযুক্ত অন্যান্যদের তিনি নির্দেশ দেন যাতে রাফিকে চাপ দেয়া হয় তাকে অভিযোগ থেকে রেহাই দেয়ার জন্য। যদি সে না মানে তবে তাকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেন তিনি।

ভারতের বিপক্ষে টস জিতলেন মাশরাফি

কার্ডিফের সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে কিউইদের বিপক্ষে ৬ উইকেটের পরাজয়ের স্বাদ পেয়েছিল ভারত।
    
পক্ষান্তরে, বৃষ্টি বাধায় পাকিস্তানের বিপক্ষে ভেস্তে যায় বাংলাদেশের প্রথম ম্যাচটি। আজ তাই উভয় দলের লক্ষ্যই থাকবে ছন্দ নিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করার।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী।
    
ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, কূলদ্বীপ যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, যুযবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি।

হালদায় প্রত্যাশা অনুযায়ী ডিম পায়নি জেলেরা

অনুকূল পরিবেশ, যথাসময়ে বৃষ্টি না হওয়া, উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে হালদার দুই পাড়ে বেড়ি বাঁধ ও ব্লক নির্মাণের কারণে এবার মা মাছ কম ডিম ছেড়েছে বলে মত হালদা বিশেষজ্ঞ ও মৎস্য কর্মকর্তাদের। তবে আশানুরূপ ডিম সংগ্রহের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার।

নিয়মানুযায়ী বর্ষাকাল শুরু হওয়ার আগে ডিম ছাড়তে হালদা নদীতে আসে রুই জাতীয় মা মাছ। মৌসুমি বৃষ্টিপাতের পর পাহাড়ি ঢলের পানি নদীতে এলে ডিম ছাড়ে তারা।

গত বছর হালদা নদী থেকে ডিম সংগ্রহ করা হয়েছিল ২২ হাজার ৬'শ ৮০ কেজি। এবার  বিভিন্ন পয়েন্ট থেকে জেলেরা মাত্র ৭ হাজার কেজি ডিম সংগ্রহ করতে সমর্থ হয়। নির্ধারিত সময়ে ভারি বর্ষণ না হওয়ার পাশাপাশি হালদা নদীর দুই পাশে বেড়ি বাঁধ নির্মাণসহ নদীতে ব্লক ফেলার কারণে এবার মা মাছ ডিম কম ছেড়েছে বলে অভিমত হালদা বিশেষজ্ঞ ও মৎস্য কর্মকর্তা অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া।

চট্টগ্রাম হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল আলম বলেন, 'ব্লক ফেলার কারণে জেলেরা ব্লকের ওপাশে জাল বা নোঙ্গর ফেলতে পারিনি।'

তবে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের দাবি, আশানুরূপ ডিম সংগ্রহ হয়েছে। তিনি বলেন, 'গত বছরের তুলনায় এবার ডিম সংগ্রহ কম হলেও গত ১০ বছরের সঙ্গে তুলনা করলে আশাব্যঞ্জক বলবো।'



অন্যদিকে নদী থেকে সংগৃহীত ডিম বিভিন্ন হ্যাচারিতে রেনু ফোটানোর কাজে ব্যস্ত সময় পার করছেন ডিম আহরণকারীরা।

২০১৭ সালে ১ হাজার ৬'শ ৮০ কেজি ও ২০১৬ সালে মাত্র ৭'শ ৩৫ কেজি ডিম সংগৃহীত হয়।

Sunday, May 26, 2019

রমজানে ইনকামটা একটু কম করলে কী হয়?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সৎভাবে, পরিচ্ছন্নভাবে বিআরটিসিকে পরিচালনা করলে জনগণের সামনে সুনাম অক্ষুণ্ন থাকবে। এখন বিআরটিসির সেই সুনাম নেই। এবার আগের বিআরটিসির বাসগুলোর সঙ্গে নতুন ২৫৩টি বাস যুক্ত হওয়ায় আপনারা নতুন শপথ করুন, বিআরটিসিকে আকর্ষণীয় করতে হবে।’
আজ রোববার দুপুরে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) কার্যালয়ে এক মতিবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সড়কপথে স্বস্তিদায়ক যাত্রার নিশ্চয়তা দিতে পারব, এমন একটি অবস্থানে আমরা পৌঁছেছি। এবারের ঈদে নতুন-পুরোনো মিলিয়ে ১ হাজার ১৪২টি বাস চলাচল করবে। পুরোনো ৮৮৯টি বাসের সঙ্গে ২৫৩টি বাস নতুন করে যুক্ত হয়েছে। ঈদের সময় গণপরিবহনের সংকট নিরসনে বিআরটিসি সহায়ক ভূমিকা পালন করবে।’
বিআরটিসির কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসি দেউলিয়া হলে আপনারা এখানে যারা আছেন, তাঁরাও দেউলিয়া হবেন। রমজান মাস সংযমের মাস, এই মাসে ইনকামটা একটু কম করলে কী হয়? বিআরটিসি যেন সুনামের ধারায় ফিরে আসে, সেদিক বিবেচনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করুন।’
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, টঙ্গী-গাজীপুরের সড়কের যানজট নিরসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘কাঁচপুর-মেঘনা-গোমতী সেতু খুলে দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট থাকবে না। উত্তরবঙ্গগামী টাঙ্গাইল সড়কের দুটি ফ্লাইওভার ও চারটি আন্ডারপাস খুলে দেওয়ায় যানজট না থাকলেও টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত রাস্তায় কিছুটা সমস্যা হতে পারে। এ সমস্যা নিরসনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি করেছি। যেখানে সদস্য হিসেবে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিআরটিএ কর্মকর্তা ও রুট ট্রানজিটের প্রকল্প পরিচালক রয়েছেন। আশা করি, এ কমিটি যানজট নিরসন করতে পারবে। এ ছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত সড়কে ৩০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।’